বাংলার খবর২৪.কম : গণতন্ত্র আজ মহাসংকটে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংঘাত-অনিশ্চয়তা ছাড়াই আলোচনার মাধ্যমে বিএনপি গণতান্ত্রিক সংকটের সমাধান চায়।’
‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। এ কারণেই আমরা সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই।’
শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘কয়েকটি ধাপ মেনে আন্দোলন করতে হয়। জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে এখন গণসংযোগ চলছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। তারাই গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামের দীর্ঘ ইতিহাস রয়েছে। গণতন্ত্রের ওপর ভর করে মুক্তিযুদ্ধ হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগেরও দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস রয়েছে। গণতন্ত্র বলতে এক সময় আওয়ামী লীগকেই বোঝানো হতো। কিন্তু সেই দলটি ছলচাতুরী করে ক্ষমতা আঁকড়ে রাখতে গণতন্ত্রকে সংকটে ফেলেছে।তাদের কারণেই গণতন্ত্র আজ মহাসংকটে।’
ফখরুল বলেন, ‘কোথাও গেলে সাধারণ মানুষ আমাদের ঘিরে ধরেন।বারবার আমাদের কাছে জানতে চান, এ অবস্থা আর কত দিন চলবে? তাঁরা কবে মুক্তি পাবেন।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান