বাংলার খবর২৪.কম : সুরেশ রায়নার দুর্দান্ত এক ঝড়ো শতকে চ্যাম্পিয়ন লিগ শিরোপা ঘরে তুললো চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ ১৮০ রানের জবাবে রায়নার অপরাজিত ১০৯ রানের উপর ভর করে আট বল বাকি থাকতেই লক্ষে পৌঁছে যায় মহেন্দ্র সিং ধোনির দল।
শনিবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে প্রথম ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স। কলকাতার হয়ে দলীয় অধিনায়ক গৌতম গম্ভির সর্বোচ্চ ৮০ রান করেন। মাত্র ৫২ বল মোকাবিলা করে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এই রান সংগ্রহ করেন ওপেনার গম্ভির। অপর ওপেনার রবিন উথাপ্পা ৩২ বলে করেন ৩৯ রান। এছাড়া মনিশ পান্ডে ১৯ বল খেলে ২টি করে চার ও ছক্কার সাহায্যে ৩২ রান এবং হার্ডহিটার ব্যাটসম্যান ইউসুফ পাঠান ৯ বল খেলে ২০ রানে অপরাজিত থাকেন।
চেন্নাইয়ের পক্ষে পবন নেগি ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন।
এরপর ১৮১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে সুরেশ রায়নার ঝড়ে আট বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে চেন্নাই। ওপেনার ডোয়াইন স্মিথ দলীয় মাত্র ৯ রানে বিদায় নিলেও ব্রেন্ডন ম্যাককালামকে সাথে নিয়ে ১১৮ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের আয়ত্বে নিয়ে আসেন রায়না।
ম্যাককালাম ব্যক্তিগত ৩৯ রান করে। ম্যাককালাম বিদায় নেওয়ার পর অধিনায়ক ধোনিকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সেরেছেন রায়না। শেষ পর্যন্ত মাত্র ৬২ বল মোকাবিলা করে ৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া অধিনায়ক ধোনি ১৪ বল খেলে ২৩ রান করে অপরাজিত থাকেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান