বাংলার খবর২৪.কম : রাজশাহীর ক্যাথলিক ডায়াসিসের অন্তর্গত খ্রিস্টান কলেজ ছাত্রাবাসে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে মুখোশধারী অস্ত্রধারীরা। শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
হোস্টেলে অবস্থানরত আদিবাসী ছাত্র সোহাগ মার্ডি জানান, বিকেল ৪টার দিকে ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে কলেজ হোস্টেলে হামলা চালায়। তারা জোর করে আদিবাসী ছাত্রদের হোস্টেল থেকে বের করে দেয়।
এছাড়া তারা যাওয়ার সময় বলে যায়, হোস্টেলে থাকলে জীবন নিয়ে টানাটানি হবে বলেও শাসিয়ে যায়। যেতে যেতে হোস্টেলের দরজা-জানালা ও টয়লেটের কাঁচ ভেঙে দেয়। তারা কক্ষগুলোর তালা ভেঙে নিজেদের তালা লাগিয়ে দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ৩০ জুন থেকে মাহে রমজানের ছুটি হওয়ার সুযোগে হোস্টেল কর্তৃপক্ষ ও বিশপ প্রশাসন ছাত্রদের ছাত্রাবাস থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এবার ঈদুল আহযার ছুটি শুরু হওয়া মাত্র হোস্টেল কর্তৃপক্ষ ও বিশপ প্রশাসন ছাত্রদের ওপর মুখোশধারী দিয়ে হামলা চালিয়েছে। এর আগে গত ডিসেম্বর মাসে বড়দিন সামনে রেখে ছাত্রাবাসের ৫৬ জন শিক্ষার্থীকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। তখন তারা রাজশাহী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন।
শিক্ষার্থীরা আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে আসা খ্রিস্টান ধর্মাবলম্বী আদিবাসী ছাত্রদের একমাত্র ভরসা উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী ছাত্রাবাসটি। এটি রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় অবস্থিত। সাড়ে চার বছর ধরে কর্তৃপক্ষ ছাত্রাবাসটি বন্ধ করে অন্য প্রকল্প করার জন্য ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে গত জানুয়ারি মাসে কর্তৃপক্ষ ছাত্রাবাসের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তখন থেকেই তাদের ছাত্রাবাসে রান্না-খাওয়ার ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়। সরিয়ে ফেলা হয়েছে থালা-বাসন। এতে করে তারা মানবেতর অবস্থার মধ্যে রয়েছেন।
ঢাকায় অবস্থানরত ওই ছাত্রাবাসের ছাত্র সমন্বয়কারী সমর মাইকেল সরেন বলেন, ছাত্রাবাসের গঠনতন্ত্রে রয়েছে রাজশাহীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের ছাত্রদের আবাসিক ব্যবস্থাসহ অবস্থানকারীদের নৈতিক, আধ্যাত্মিক নেতৃত্ব গঠন করাই এর উদ্দেশ্য। অথচ তারা বলছে, উচ্চ মাধ্যমিক ছাড়া অন্যদের তারা রাখবে না। তাদের সঙ্গে উচ্চ মাধ্যমিকের ছাত্ররাও রয়েছে। এখন সবাইকেই বের করে দেওয়া হচ্ছে।
তারা আশঙ্কা করছেন, কর্তৃপক্ষ ছাত্রাবাস বাদ দিয়ে সেখানে অন্য কোনো প্রকল্প করবে।
ছাত্রাবাসের চেয়ারম্যান ডেনিস সি বাস্কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হোস্টেলে যারা অবস্থান করছে তারাই বহিরাগত। তারাই দরজা জানালা ভেঙে অন্যের ওপর দোষারোপ করছে। বহিরাগত কেউ হোস্টেলে হামলা চালিয়েছে কিনা তা তিনি জানেন না।
মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আদিবাসী হোস্টেল নিয়ে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছে। আজকের ঘটনার ব্যাপারে তারা কোনো খবর পাননি। আর এ ঘটনার অভিযোগ নিয়ে কেউ থানায়ও আসেনি। এলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।