নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ঢাকা বিভাগীয় উপপরিচালক (ইঞ্জি:)শফিকুজ্জামান ভুঁইয়া করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার (১১ নভেম্বর) করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। তিনি এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন।
ইঞ্জি: শফিকুজ্জামান ভুঁইয়া বলেন, গত চার দিন ধরে শরীরে প্রচণ্ড ব্যাথা। ব্যাথা বাড়তে থাকায় টেস্ট করিয়েছি, গতকাল ফল পেয়েছি পজিটিভ। এমনিতে খুব একটা শারীরিক সমস্যা অনুভব করছি না। সবার কাছে দোয়া প্রার্থী যেন দ্রুত সুস্থ হতে পারি। আবারও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি।
উল্লেখ্য যে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর কর্মকর্তাদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত হয়েছেন কিশোরগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক ফয়েজ আহমেদ। এরপর রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক আবদুল হালিম ও গোপালগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক সাঈদ ছিদ্দিকী। ঢাকা মেট্রো সার্কেল-০১ এর মোটরযান পরিদর্শক রোকনুজ্জামান দুলাল, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক আবু পলাশ ও নেত্রকোনা সার্কেলের মোটরযান পরিদর্শক রুহুল আমিন স্ত্রীসহ করোনা পজিটিভ হয়েছে। এই প্রথম করোনায় বিআরটিএর কোন শীর্ষ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
নিয়মিত চিকিৎসকের পরামর্শ, করোনার নিয়ম মেনে চলায় সকলে এখন সুস্থ আছেন।
প্যাসেঞ্জার ভয়েস
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান