বাংলার খবর২৪.কম : দেশের দক্ষিণাঞ্চলের ২১জেলার লোকজনের চলাচলের প্রধান পথ মাওয়া-কাওড়াকান্দি নৌ রুট।
ঈদ উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় এ রুটে দেখা দিয়েছে তীব্র যানজট । পারাপারের অপেক্ষায় রয়েছে দূর পাল্লার শত শত যানবাহন।
শনিবার সকালে মাওয়া ঘাট থেকে ছনবাড়ি পর্যন্ত দীর্ঘ ৮কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।
এছাড়া মাওয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের বিড়ম্বনা চরম আকার ধারণ করেছে। উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে মাওয়া-কাওড়াকান্দি-মাঝিকান্দি রুটের লঞ্চ গুলোতে।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ খন্দকার খালিদ হোসাইন জানান, অতিরিক্ত যাত্রীর চাপে ঢাকা-মাওয়া মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। মাওয়া ঘাট এলাকায় ছোট-বড় চার শতাধিক দূরপাল্লার যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রীদের নিরাপত্তায় ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মাওয়া ফেরি কর্তৃপক্ষ ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক জানান, ছোট-বড় প্রায় ১৬টি ফেরি চলমান রয়েছে মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে। তবে ঈদের কারণে যানবাহনের চাপ অনেক বেশি। এরমধ্যে প্রাইভেটকার, মাইক্রোবাসের সংখ্যা অনেক। একটু বিলম্ব হলেও সব যানবাহন পারাপার করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান