বাংলার খবর২৪.কম : মাদারীপুরের শিবচরে বাস চাপায় তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের সন্নাসীর চর এলাকায় এঘটনা ঘটেছে।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার এবি সিদ্দিক জানিয়েছেন, কাওড়াকান্দি ঘাট থেকে বরিশালগামী যাত্রীবাহী রূপসী পরিবহন রাস্তা পারাপারের সময় ৫ জন পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেণীর রেহানা আক্তার ও ইমরান নামে দুই শিক্ষার্থী মারা যায়। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হালিমা আক্তার নামে আরো এক শিক্ষার্থী মারা গেছেন। সকলের বাড়িই উপজেলার সন্নাসীর চর গ্রামে।
এতে স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। আহত ২ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল চালু করা চেষ্টা করছে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি বেলায়েত হোসেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান