ডেস্ক : বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে দ্বীপ ঘোষ (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটার পর ৯টা ২০মিনিটে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিখোঁজ দ্বীপ নগরীর আমানতগঞ্জ এলাকার মিন্টু ঘোষের ছেলে।
দ্বীপের বন্ধু মো. রিয়াদ বলেন, জন্মদিন পালন করতে তারা ট্রলার ভাড়া করে। সন্ধ্যায় ঘটনাস্থলে কেক কাটার পর সকলে উল্লাসে মেতে ওঠে। এ সময় দ্বীপ নদীতে পড়ে যায়। তাৎক্ষনিক আমরা দুইজন নদীতে লাফিয়ে পড়ি। কিন্তু দ্বীপের সন্ধান মেলেনি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করাও হয়। দ্বীপ সাঁতার জানতো না।
উদ্ধার অভিযানে চালানো ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ট্রলার থেকে দ্বীপ নদীতে পড়ে যাওয়ার বিষয়টি জানার পর দমকল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু ঘটনাস্থলে গভীরতা বেশী এবং স্রোতের চাপ থাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
মঙ্গলবার সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান