বাংলার খবর২৪.কম : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভাতিজাকে বাঁচাতে গিয়ে জীবন দিতে হলো সিরাজ চোদ্দার (৫৬) নামের এক চাচাকে ।
নিহত সিরাজ চোদ্দার উপজেলার জশুরগাঁও এলাকার মৃত. নূরুল ইসলাম চোদ্দারের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম চোদ্দার জানান, সিরাজ চোদ্দারের ভাতিজা রাহাত চোদ্দারের (পিতা শাহ আলম চোদ্দার) সাথে উপজেলার বেজগাঁও এলাকার রাহাত শেখের (পিতা খলিল শেখ) বিবাদ ছিল। এর সূত্র ধরে শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে ভাতিজা রাহাতকে পাইলট স্কুল সংলগ্ন গোলাম মোস্তফার বাড়ির পাশে আটকে রাখে রাহাত শেখের গ্রুপ।
তিনি জানান, ঘটনার খবর পেয়ে চাচা সিরাজ চোদ্দার ভাতিজা রাহাতকে ছাড়িয়ে আনতে ঘটনাস্থলে গেলে রাহাত শেখের লোকজন তার মাথায় ও শরীরে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই সাইদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান