বাংলার খবর২৪.কম : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটেনসহ বিশ্ব মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
১০ নং ডাউনিং ষ্ট্রীট থেকে পাঠানো বার্তায় ডেভিড ক্যামেরন বলেন, ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদেরকে সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুঃস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়। ব্রিটেনের সকল মুসলিম সম্প্রদায়কে এক হওয়ার সুযোগ তৈরি করে দেয়।
তিনি আরো বলেন, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিটেনে এসে বসবাস করছেন বা যারা আফ্রিকা, এশিয়া, বলকান, আরব, ইন্ডিয়ান সাবকন্টিন্যান্ট থেকে এখানে এসে বসবাস করছেন তারা নিজেদের জ্ঞান, বুদ্ধি ও ত্যাগের বিনিময়ে ব্রিটিশ সমাজকে সমৃদ্ধ করছেন। এমনকি পরিবার পরিজন, ছেলে মেয়ে নাতি নাতনিসহ সকলেই আমাদের সমাজ বিনির্মাণে অবদান রাখছেন। ব্রিটিশ মুসলিমসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের সমৃদ্ধি ও সফলতা এই পর্যায়ে এসে পৌঁছেছে।
ডেভিড ক্যামেরন আরো বলেন, প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা ১০০ বছর পূর্ণ করেছি। তবে আমি মনে করি যে স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি, যাতে তারাও (মুসলমানরা) তাদের জীবন উৎসর্গ করেছেন। যার ফলে আমরা এবং সকল মুসলমান স্বাধীনতা ও মুক্তবুদ্ধি চর্চা করার সুযোগ লাভ ও উপভোগ করছি।
বার্তায় তিনি বলেন, পূর্ব ইউরোপসহ সিরিয়া, ইরাক, গাজায় সকলেই জবরদস্তিমূলক অবস্থার বিপরীতে সেক্রিফাইসের মাধ্যমে নিজেদের পরিবার পরিজন সুরক্ষার সংগ্রামে লিপ্ত।
ব্রিটেনের জনগণ বিশেষ করে ব্রিটিশ মুসলিমেরা, তাদের ধর্মীয় বিশ্বাসে সেই সব বিপদগ্রস্ত ও সহায়তা যাদের বেশী প্রয়োজন তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন যা আমাদের কমিউনিটির হারমোনি সুরক্ষায় সকলের সম্মিলিত অবদান থাকবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে মিলে মিশে ঈদ উল আযহার এই ত্যাগের শিক্ষা আমাদেরকে একত্রিত করে শান্তি, সমৃদ্ধি ও মিলনের আনন্দে ও প্রার্থনায় শান্তির অন্বেষণে।
বার্তায় সর্বশেষ তিনি বলেন, ব্রিটেনের মুসলমানরা সবচাইতে নিঃস্বার্থভাবে কাজ করেন। তিনি ব্রিটিশ মুসলিমসহ সকলকে জানান ‘ঈদ মোবারক’।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান