বাংলার খবর২৪.কম : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়া ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ঐ মহাসড়কে প্রায় ২০ কি.মি. এলাকায় জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষেরা।
শুক্রবার রাত তিনটা থেকে এই যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও হাইওয়ে পুলিশ এবং স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কড্ডা এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়লে যান চলাচলে বাধাগ্রস্থ হয়ে। এ সময় অতিরিক্তি যানবাহনের চাপ ও মহাসড়কে চালকদের নিয়ম না মানার কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
পরে ভোর রাত থেকে ট্রাফিক পুলিশ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ শুরু করে। এদিকে দীর্ঘ সময় যানজটের ফলে ভোগান্তিতে পরেছে ঘরমুখো মানুষেরা।