বাংলার খবর২৪.কম, কক্সবাজার : টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ১লাখ ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। জব্ধ করা হয় পাচারে ব্যবহৃত একটি ট্রলারও। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩কোটি ৬০লাখ টাকা
বিজিবি জানায়, বিজিবি-৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল শনিবার ভোরে সাবরাং-টেকনাফ ইউনিয়নের সংযোগ স্থান নাফ নদী সংলগ্ন ৪নং স্লুইস গেইট এলাকা থেকে ১লাখ ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রলার থেকে ৩জন ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়।
বিজিবি আরো জানায়, অভিযানে জব্ধকৃত ইয়াবার মূল্য ৩কোটি ৬০লাখ টাকা এবং উদ্ধার হওয়া ট্রলারের মূল্য ১০ লাখ টাকা। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজিবি-৪২ ব্যাটালিয়ন উপ-পরিচালক মেজর নাজমুস সাদাত সৌম্য সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান