ডেস্কঃ মার্কিন পুলিশের ভয়াবহ বর্বরতার দৃশ্য আবারও দেখলো বিশ্ববাসী। মাত্র ১৩ বছরের অটিস্টিক কিশোর লিনডেন ক্যামেরনকে মার্কিন পুলিশ কীভাবে গুলি করেছিল তার ভিডিও দেশটির গণমাধ্যমকে প্রকাশিত হয়েছে। পুলিশের বডিক্যামেরা থেকে প্রকাশ করা ওই ভিডিওতে নিদারুণ নৃশংসতা দেখা গেছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ১৩ বছর বয়সী এই কিশোর গুলি খেয়েও পুলিশকে বলেছিল, ‘মাকে বলে দিও আমি তাকে ভালোবাসি।’ ৪ সেপ্টেম্বর লিনডেনের সঙ্গে তার মায়ের একটু ঝামেলা হয়। মানসিক সমস্যার কারণ সে অদ্ভুত আচরণ শুরু করে। পরে সাহায্য চেয়ে জরুরি সেবায় কল করেছিলেন তার মা। আর পুলিশ তার বাসায় এসে ছেলেকে একের পর এক গুলি করে।
গুরুতর আহত লিনডেনকে পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সল্টলেক সিটির পুলিশ কর্মকর্তা কিথ হরোকস সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাটি এখন তদন্ত করা হচ্ছে।
লিনডেনের মা পুলিশকে বলেছিলেন, একটু ভয় দেখাতে। যাতে সে শান্ত হয়। কিন্তু পুলিশ ১১টির মতো গুলি চালায়!
লিনডেনের মা বারটন বলেন, ‘আমি তাদের বলেছি, সে নিরস্ত্র, তার কাছে কিছুই নেই। সে শুধু পাগলামি করছিল এবং চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। সে একেবারেই শিশুর মতো, মনোযোগ পাওয়ার জন্য এমনটা করছিল।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান