ফারুক আহম্মেদ সুজন : মরিয়ম বেগম। বয়স চল্লিশোর্ধ। মাত্র ১৩ বছর বয়সে ডেমরার আশোক আলীর সঙ্গে তার বিয়ে হয়। মধ্যবয়সী এই দম্পতির তিন ছেলে-মেয়ে। বড় ছেলের নাম কামরুজ্জামান (৩০)। দুই মেয়ে আরিফা (২৬) ও মারুফা (২৪)। দুই মেয়েই বিবাহিত।
রাজধানীর ডেমরায় স্বামীর নিজ বাড়িতেই ছেলে, ছেলে বউ এবং নাতনি নিয়ে তার সুখের সংসার। কিন্তু গত একবছর ধরে সেই সুখের সংসারে অশান্তি প্রবেশ করে মরিয়ম বেগমের বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক বা পরকীয়ার হাত ধরে। মায়ের অনৈতিক সম্পর্ক মেনে নিতে পারেনি ছেলে কামরুজ্জামান। মাকে অনৈতিক সম্পর্ক থেকে বের করতে চেষ্টা চালায় কামরুজ্জামান। কিন্তু এতে মা তাকে শত্রু ভাবতে শুরু করেন। মরিয়ম বেগম প্রেমিক আজিজুল হককে নিয়ে পরিকল্পনা করেন ছেলেকে হত্যা করে পথের কাটা শেষ করার।
পরিকল্পনা অনুযায়ী প্রেমিক আজিজকে দিয়ে এক লাখ টাকায় হত্যাকারী ভাড়া করেন মা। মায়ের সহযোগিতায় হত্যা করা হয় কামরুজ্জামানকে। ছেলেকে হত্যার দায়ে মা মরিয়ম বেগম এবং তার প্রেমিক আজিজসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবিরি জিজ্ঞাসাবাদে মরিয়ম বেগম এই অনৈতিক সম্পর্ক ও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্মকমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, ‘এক বছর আগে মোবাইল ফোনে যোগাযোগ হয় মরিয়ম বেগম ও গাড়ি চালক আজিজুল হকের। ফোনে নিয়মিত কথা হয়। তারপর তারা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। নগরীর খিলগাঁওয়ে আজিজের স্ত্রী-সন্তান থাকেন।
মরিয়মের স্বামী মো. আশোক আলী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আজিজুল হকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। দুই জনেই পরিবাররের বাধা এড়াতে মাতুয়াইলের পাড়াডগাইর এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানেই অনৈতিক কাজে লিপ্ত হতেন।’
তিনি আরো বলেন, ‘গত রমযান মাসে বিষয়টি ছেলে কামরুজ্জামান (পেশায় পাথর ব্যবসায়ী) জেনে ফেলায় তাদের মধ্যে হাতাহাতি হয়। মরিয়ম তার প্রেমিক আজিজুলকে বিষয়টি জানান এবং ছেলেকে মেরে ফেলার জন্য প্রেমিককে দায়িত্ব দেন।
গত ১২ আগস্ট আজিজুল হক ও তার দুই সহযোগী মিলে চেতনাশক ওষুধ খাওয়ায়ে শ্বাসরোধ করে হত্যা করে ছেলেকে।’
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ঘাতক মা মরিয়ম বেগম (৪৪), প্রেমিক আজিজুল হক (৫০), দুই সহযোগী তাফাজ্জল হোসেন (৬৫), মঞ্জুরুল ইসলাম (৫২) গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
যেভাবে হত্যা করা হয় :
১২ আগস্ট সন্ধ্যায় মা মরিয়ম বেগম ছেলে কামরুজ্জামানকে জানায় তার শরীর খারাপ। মায়ের অসুস্থতার কথা শুনে ছেলে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। মা খিলগাঁও খিদমাহ হাসপাতালে যাওয়ার কথা বলে বাসা থেকে দুই জনে একসঙ্গেই বের হন। হাসপাতালে পৌঁছার পর ভেতরে প্রবেশ করেন মা। তিনি ভেতরে পৌঁছে আজিজকে ফোনে জানান কামরুজ্জামান হাসপাতালের সামনে অপেক্ষা করছে। আজিজ কামরুজ্জামানকে আগেই চিনতেন।
কিন্তু কামরুজ্জামান কখনো এরআগে আজিজকে দেখেনি। হাসপাতালের সামনে অপেক্ষমাণ কামরুজ্জামানের সামনে এসে আগ বাড়িয়ে পাথর কেনা নিয়ে কথা বলেন আজিজ। তাদের পাশেই আজিজের মাইক্রোবাস রাখা ছিল। গাড়িতে বসে আলোচনা করবে বলে তারা দুই জনই গাড়িতে উঠেন।
এসময় আজিজ কফি পানের কথা বলেন কামরুজ্জামানকে। দুই জনে মিলে কফি পান করেন। এরপর অচেতন হয়ে যায় কামরুজ্জামান। এসময় গাড়িতে উঠেন তাফাজ্জাল ও মঞ্জুরুল। গাড়ি চালায় আজিজ। কিছুদূর নিয়ে যাওয়ার পর কামরুজ্জামানকে গাড়ির সিটবেল্ট দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর কামরুজ্জামানের লাশ ডেমরা-চট্টগ্রাম রোডের শুকুরশী নামক স্থানে ফেলে যায় ঘাতকরা। হত্যা মিশন শেষ করে তারা ফোনে মরিয়ম বেগমকে নিশ্চিত করেন। খবর পেয়ে মা মরিয়ম বেগম তাদের সঙ্গে দেখা করেন। হত্যাকারীদের চুক্তি অনুযায়ী দশ হাজার টাকা পরিশোধ করেন। এরপর তিনি বাসায় চলে যান।
ওই রাতে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত হিসেবে কামরুজ্জামনের লাশটি উদ্ধার করে। পরদিন তার বাবা আশোক আলী থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন। এরপর থানায় একটি মামলাও দায়ের করেন তিনি।
কামরুজ্জামানের হত্যার পর খুনিদের উল্লাস :
কামরুজ্জামানকে খুন করার পর উল্লাস করেছে খুনিরা। ১৯ আগস্ট কামরুজ্জামানের চেহলাম সম্পন্ন করে ২১ আগস্ট আজিজের ভাড়া করা ফ্ল্যাটটিতে যায় মরিয়ম বেগম। সেখানে আজিজসহ অপর খুনিরাও একসঙ্গে মিলিত হয়।
হত্যার দায় এড়ানোর চেষ্টা :
ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাইনুল ইসলাম জানান, হত্যার পর কামরুজ্জামনের স্ত্রী নূরজাহানের ওপর এর দায়ভার চাপানোর চেষ্টা করেন মরিয়ম বেগম। কারণ নূরজাহানের সঙ্গে মরিয়ম বেগমের পারিবারিক দ্বন্দ্ব ছিল। কামরুজ্জামেন স্ত্রী হিসেবে তিনি নিজের বোনের মেয়েকে চেয়েছিল। কিন্তু কামরুজ্জামান খালাত বোনকে বিয়ে করেননি। এনিয়েও মা-ছেলের দ্বন্দ্ব ছিল।
কিন্তু মরিয়ম বেগমের দুই মেয়ে আরিফা (২৬) ও মারুফা (২৪) হত্যাকাণ্ডের সঙ্গে কামরুজ্জামানের স্ত্রীকে জড়াতে রাজি হননি। ঘটনার দিন বাসার আলামারী থেকে একলাখ টাকা খোয়া গেছে। যা কামরুজ্জামান নিয়ে গেছে বলে পুলিশকে জানিয়েছিল মরিয়ম বেগম। কিন্তু সেই টাকা তিনি খুনিদের পেছনে খরচ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
ছেলের ওপর মরিয়ম বেগমের যত ক্ষোভ :
মরিয়ম বেগমের বোনের মেয়ের নাম শাহিদা বেগম (২৪)। তার সঙ্গে ছেলে কামরুজ্জামানের বিয়ে দিতে চেয়েছিলেন মরিয়ম বেগম। কিন্তু ছেলে বিয়ে না করায় ক্ষেপে যান তিনি। ছেলে বিয়ে করেন নূরজাহান (২২) নামের এক তরুণীকে। এরপর পারিবারিক কলহ শুরু। ছেলের বউকে পছন্দ না হওয়া ছেলের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে থাকে। স্বামীর অসুস্থতাও ছিল তার বাড়তি হতাশা। এর মধ্যেই তিনি জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে।
ছেলেকে মেরে ফেললে তার প্রেমের সম্পর্ক আরো উন্নতি হবে এবং আজিজের সঙ্গে তিনি আরো ঘনিষ্ঠভাবে মিশতে পারবেন বলেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে গোয়েন্দাদের প্রাথমিক ধারণা।
জিয়ানা জানে না বাবা কোথায় :
জিয়ানা বয়স মাত্র দেড় বছর। দাদীর পরকীয়ার জেরে খুন হওয়া কামরুজ্জামানের একমাত্র কন্যা সন্তান। সে জানে না তার বাবা কোথায়। কতটা নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। বাবার আদর স্নেহ বোঝার আগেই পৃথিবী থেকে সরিয়ে দিলে তারই দাদী। কামরুজ্জামান খুন হওয়ার পর তার স্ত্রী নূরজাহান বেগম জিয়ানাকে নিয়ে তার বাবার বাড়িতে অবস্থান করছেন।
প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে ২৩ জুন রাজধানীর আদাবরে মায়ের অনৈতকি সম্পর্ক দেখে ফেলায় একইভাবে মা তার প্রেমিককে দিয়ে পাঁচ বছরের শিশু সন্তান সামিউল আজিমকে শ্বাসরোধ করে হত্যা করে। ওই ঘটনায় সামিউলের মা আয়েশা হুমায়রা এশা ও তার প্রেমিক শামসুজ্জামান বাক্কু ওরফে আরিফকে গ্রেফতার করে পরবর্তীকালে কারাগারে পাঠানো হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান