বাংলার খবর২৪.কম : দেশে কোনো কাজের উদ্যোগ নেওয়া হলে চাঁদাবাজ এসে হাজির হয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্কে একথা বলেন তিনি।
নিউইয়র্কে বৃহত্তর সিলেটবাসীদের আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।
এসময় তিনি বলেন, চাঁদাবাজদের অত্যাচারে দেশের মানুষ আজ অতিষ্ঠ। চাঁদা না দিয়ে কোন কাজ সমাধান করা যাচ্ছে না। মুহিত বলেন, সত্যি কথা বলতে কি ‘আমাদের লোকরাই চাঁদাবাজ’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।
উপস্থিত ছিলেন; সংগঠনের সাবেক সভাপতি আব্দুল বাসিত, এম এ কাইয়ুম ও বদরুন নাহার খান মিতা, উপদেষ্টা আবুল কালাম, সাইফুল ইসলাম রহিম, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, আব্দুল খালেক, শাহীন আজমল, শেখ আতিকুল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ, মোশাররফ আলম ও নাজমুল হাসান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান