ডেস্ক : দেশের সব কারাগারে সর্বোচ্চ সতর্কতাসহ ১৮ নির্দেশনা দিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা। কারাগারে বন্দি ‘জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীসহ বিভিন্ন মামলায় আটক বন্দিদের গতিবিধিতে কঠোরভাবে নজরদারির নির্দেশও দিয়েছেন তিনি। আইজি প্রিজন্সের চিঠি প্রাপ্তির বিষয়টি বিভিন্ন কারাগারের শীর্ষ কর্মকর্তারা স্বীকার করেছেন।
গত রোববার একটি চিঠিতে এমন নির্দেশনা দেন আইজি প্রিজন্স। সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন কারাগারে ফোনে ও চিঠি দিয়ে বন্দি ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছে দুষ্কৃৃৃতীকারীরা। ওই হুমকির প্রেক্ষিতে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়ে চিঠি লিখেছেন।
এতে উল্লেখ করেছেন, প্রতিটি কারাগারে একজন ডেপুটি জেলার, একজন প্রধান কারারক্ষী ও পাঁচজন কারারক্ষীর সমন্বয়ে একটি স্ট্রাইকিং ফোর্স গঠন করে সম্ভাব্য আক্রমণ প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে। কারাগারের বাইরের গেটে দায়িত্বপালনকারীদের বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট নিশ্চিত করে আগতদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করতে হবে। ডিউটিতে সশস্ত্র সেন্ট্রি নিয়োগ, অস্ত্র ও অস্ত্রাগারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান