বাংলার খবর২৪.কম : শেখ হাসিনা যত কথাই বলুন না কেনো বিএনপির সঙ্গে আলাপ-আলোচনা ছাড়া তাদের কোনো পথ নেই। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ মন্তব্য করেন।
শুক্রবার সন্ধ্যায় দলের চেয়ারপরসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এসময় মির্জা ফখরুল বলেন, ‘অতীতে তারা যেভাবে মূল্য দিয়েছে, জনগণকে জিম্মি করেছে সেভাবে সংঘাত সৃষ্টি হবে। তাই আবারো বলছি বিএনপির সঙ্গে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে আলাপ-আলোচনা করুন অন্যথায় সময় থাকবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে লতিফ সিদ্দিকীর ব্যাপারে সুস্পষ্ট কোনো ইঙ্গিত ছিলো না। আর এ কারণে জাতি আজ হতাশ হয়েছে।
মির্জা ফখরুল বলেন, দেশ দুর্নীতির রাজত্ব সৃষ্টি হয়েছে। পদ্মা সেতু, শেয়ার বাজার ও নারায়ণগঞ্জের ঘটনায় কারা জড়িত তা দেশের মানুষ জানে। আর এ ঘটনা গুলোর সঙ্গে কারা জড়িত জাতির কাছে তা পরিষ্কার। তারপর তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সরকার নয়, লতিফ সিদ্দিকী নিজেই বেকায়দায় পড়েছেন’ তাহলে কি সরকারের কোনো দায় নেই। এতো বড় ঘটনার পরও তাকে এখনো মন্ত্রী পরিষদে রাখা হয়েছে।
এসময় তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।