ডেস্ক : মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। এ সময় আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বগুড়ার সোনাতলায় সোমবার কাতলাহার ও মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে সিদ্দিক হোসেন (৩৫) ও তার ছেলে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সিয়াম হোসেন (১০) এবং দিগদাইড় ইউনিয়নের কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে কলেজ ভর্তিচ্ছু মেধাবী ছাত্র সুমন চন্দ্র রায় (১৭)।
পুলিশ ও স্বজনরা জানান, সোনাতলা উপজেলার কাতলাহার গ্রামের সুমন চন্দ্র রায় এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ লাভ করে। সে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল। সোমবার সকাল ৯টার দিকে বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় সুমন তার জ্যাঠাতো ভাই একই গ্রামের যতু চন্দ্র রায়ের ছেলে সন্তোষ চন্দ্র রায়ের (৪০) সাথে গ্রামের বুড়ারদহ খালে সেতুর নিচে মাছ ধরছিল। তখন হঠাৎ বজ্রাঘাতে সুমন নিহত ও সন্তোষ আহত হয়। সন্তোষকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ইন্সপেক্টর জাহিদ হোসেন জানান, বজ্রাঘাতে নিহত বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ দাফন ও সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।