বাংলার খবর২৪.কম : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এই পাঁচ বছরে আওয়ামী লীগের যে ধারাবাহিক সফলতা রয়েছে, এই সফলতার কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব কারণে লতিফকে ইস্যু করে যে রাজনীতি করার চেষ্টা করছে সেটা আশায় গুড়েবালি।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ায় তার নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন।
হানিফ বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রীপরিষদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করার জন্য সরকারের কিছু নিয়মকানুন রয়েছে সেটা সময়ের ব্যাপার। রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদ সচিব হজে গিয়েছেন। তারা ফিরলেই অব্যাহতি কার্যকর হয়ে যাবে। একই সাথে লতিফ সিদ্দিকীকে তার কর্মকা- থেকে বিরত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সাথে ব্রিফিং করবেন। তাতে জাতিসংঘে বাংলাদেশের সফলতা, সরকারের সফলতা পাশাপাশি লতিফ সিদ্দিকীর বিষয়টিও পরিস্কার করবেন।
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রসঙ্গে হানিফ বলেন, ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী। বিচার বিভাগ থেকে যে সিদ্ধান্ত হবে যে আইনী প্রক্রিয়া রয়েছে সে অনুযায়ীই ব্যবস্থা হবে। এব্যাপারে আমাদের কিছু বলার নেই।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী প্রমুখ।