বাংলার খবর২৪.কম:টানা দশ ম্যাচ পর টেস্টের জয়খরা কাটলো ইংল্যান্ডের। সাউদাম্পটনে ২৬৬ রানে ভারতকে হারিয়ে জয় তুলে নিয়েছে তারা। পঞ্চম দিন লাঞ্চের আগেই হেরে যায় ভারত। পুরো ম্যাচের কোনো সেশনেই ইংলিশদের উপর আধিপত্য বিস্তার করতে পারেনি ধোনির দল।
ভারতের দ্বিতীয় ইনিংস প্রায় একই ধসিয়ে দিয়েছেন ইংলিশ স্পিনার মঈন আলি। ছয়টি উইকেট নিয়েছেন তিনি। দুটি শিকার জেমস অ্যান্ডারসনের। এ জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরলো ইংলিশরা।
ছয় উইকেটের প্রয়োজনীয়তা সামনে রেখে পঞ্চম দিন মাঠে নামে স্বাগতিক ইংলিশরা। লাঞ্চের আগেই তাদের প্রয়োজন মিটে যায়। চতুর্থ দিনই চার উইকেট হারিয়ে বসা ভারত এদিন কোনো রান যোগ না করেই রহিত শর্মার উইকেট হারায়। তার সাথে থাকা অজিঙ্কা রাহানে শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। কিন্তু তার একার লড়াই ভারতকে বড় হার থেকে বাঁচাতে পারেনি।
এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জেমস অ্যান্ডারসন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া এই পেসার দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। রহিত শর্মা ও ধোনিকে ফিরিয়েছেন তিনি। দুজনই করতে পেরেছেন মাত্র ৬ রান করে।
সিরিজের আগের দুই ম্যাচের একটি ড্র হয়েছে, একটিতে জিতেছে ভারত। চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যনচেস্টারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান