ডেস্ক: বরগুনায় জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব (ভুয়া) পরিচয় দেয়ায় দুলাল নামের এক প্রতারককে আটক করেছে বরগুনা পুলিশ। সে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৩নং চরদোয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়ার মৃত সুলতান হাওলাদারের ছেলে।
জানা গেছে, শনিবার দুপুরে দুলাল বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে এসে নিজেকে জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব পরিচয় দেন এবং একটি মামলা তদবির করার বিষয়ে আলোচনা করেন। প্রতারক দুলাল বিভিন্ন সময় নিজেকে সচিব পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম বিভিন্ন সময় থানায় ফোন দিয়ে নিজেকে সচিব পরিচয় দিয়ে তদবির করতেন এ বিষয়ে দুলাল নিজ মুখেই স্বীকার করছেন।
একপর্যায়ে, পুলিশ সুপারের বিষয়টি সন্দেহ হলে, পুলিশ সুপার এই ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নেন। পরে পুলিশ সুপার কার্যালয় থেকে সটকে পড়ার চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে।
বরগুনা (সদর) অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, প্রতারক দুলালের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান