ডেস্ক: সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে ইসলাম অবমাননার প্রতিবাদে অন্তত ৩০০ লোক জড়ো হওয়ার পর ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার প্রতিবাদকারীরা পুলিশ কর্মকর্তাদের দিকে বিভিন্ন বস্তু ছুঁড়ে মারেন এবং টায়ারে আগুন ধরিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই দিন সকালে ডানপন্থী উগ্রবাদীরা শহরটিতে কোরানের একটি কপি পোড়ায়। পরে ওই একই জায়গায় ওই ঘটনার প্রতিবাদকারীরা বিক্ষোভ শুরু করার এক পর্যায়ে সহিংসতা শুরু হয় বলে পুলিশের ওই মুখপাত্র জানিয়েছেন।
তিনি বলেন, এখন যা হচ্ছে তার সঙ্গে আজ সকালে যা হয়েছে তার সম্পর্ক আছে।
স্থানীয় এক দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মালমোতে ইসলামবিদ্বেষী তৎপরতার ঘটনা ঘটেছে, শহরের একটি পাবলিক স্কয়ারে তিন ব্যক্তি কোরানের একটি কপিতে লাথি মেরেছেন।
ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইন এর নেতা রাসমুস পালুদানকে মালমোতে একটি বৈঠক করার অনুমতি না দেওয়া ও তাকে সুইডেনের সীমান্তে আটকে দেওয়ার পর শহরটিতে ইসলাম বিরোধী প্রতিবাদ হয় বলে সংবাদপত্রটি জানিয়েছে।
পরে কোরান পোড়ানোর ঘটনার প্রতিবাদে জড়ো হওয়া লোকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা গাড়িতে আগুন দেয় ও বিভিন্ন দোকানপাট ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তারা।
বিবিসি জানিয়েছে, ডেনমার্কের কট্টরপন্থী রাজনীতিক পালুদানের সুইডেনে প্রবেশের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা আছে জানিয়ে সীমান্ত থেকে তাকে ফিরিয়ে দেয় পুলিশ।
চলতি বছরের প্রথমদিকে বর্ণবাদসহ বিভিন্ন উসকানিমূলক ঘটনার দায়ে ডেনমার্কে হার্ড লাইন পার্টির এ প্রধান নেতাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান