পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি হয়নি: শিক্ষামন্ত্রী

ডেস্ক:করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পরই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতে এইচএসসি সমমান পরীক্ষা নেয়ার মতো পরিবেশ তৈরি হয়নি।

শনিবার (২৯ আগস্ট) জাতীয় জাদুঘরে হাসুমনির পাঠশালা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা ও ভর্তি এক বিশাল কর্মযজ্ঞ। বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষা ও ভর্তির সঙ্গে যুক্ত বিশাল সংখ্যক মানুষকে আমরা স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারি না। কাজেই এ মুহূর্তে কোনোভাবেই আমরা বলতে পারছি না, কবে নাগাদ এইচএসসি পরীক্ষা হবে। তবে যখনই পরীক্ষা নেয়ার মতো স্বাস্থ্যঝুঁকিহীন পরিবেশ তৈরি হবে, আমরা তখনই পরীক্ষা নিতে পারবো।’

এ সময় তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা এসএসসি পরীক্ষায় পাস করেছে কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে তাদের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বলবো যে, কলেজে ভর্তি হওয়া নিয়ে একেবারেই উদ্বিগ্ন হবে না। সম্প্রতি বিভিন্ন গুজবে কান না দিতে শিক্ষার্থী ও অভিবাবকদের অনুরোধ করেন শিক্ষামন্ত্রী

উল্লেখ্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় ১৭ মার্চ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত ও যানবাহন চলাচল বন্ধ হয়। শুরু হয় কঠোর ‘লকডাউন’। এরপর টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছু্টির বাড়ানো হয় ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি হয়নি: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১১:৪১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০

ডেস্ক:করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পরই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতে এইচএসসি সমমান পরীক্ষা নেয়ার মতো পরিবেশ তৈরি হয়নি।

শনিবার (২৯ আগস্ট) জাতীয় জাদুঘরে হাসুমনির পাঠশালা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা ও ভর্তি এক বিশাল কর্মযজ্ঞ। বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষা ও ভর্তির সঙ্গে যুক্ত বিশাল সংখ্যক মানুষকে আমরা স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারি না। কাজেই এ মুহূর্তে কোনোভাবেই আমরা বলতে পারছি না, কবে নাগাদ এইচএসসি পরীক্ষা হবে। তবে যখনই পরীক্ষা নেয়ার মতো স্বাস্থ্যঝুঁকিহীন পরিবেশ তৈরি হবে, আমরা তখনই পরীক্ষা নিতে পারবো।’

এ সময় তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা এসএসসি পরীক্ষায় পাস করেছে কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে তাদের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বলবো যে, কলেজে ভর্তি হওয়া নিয়ে একেবারেই উদ্বিগ্ন হবে না। সম্প্রতি বিভিন্ন গুজবে কান না দিতে শিক্ষার্থী ও অভিবাবকদের অনুরোধ করেন শিক্ষামন্ত্রী

উল্লেখ্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় ১৭ মার্চ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত ও যানবাহন চলাচল বন্ধ হয়। শুরু হয় কঠোর ‘লকডাউন’। এরপর টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছু্টির বাড়ানো হয় ৩ সেপ্টেম্বর পর্যন্ত।