বাংলার খবর২৪.কম : রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সামনে স্থানীয় জাতীয় পার্টির দু‘পক্ষের মধ্যে হাতাহাতির পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে রংপুর স্টেডিয়ামের ভেতরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এরশাদ পাঁচ দিনের সফরে আর এন্ড আর এভিশন নামের একটি হেলিকপ্টারে আজ শুক্রবার সকালে রংপুরে এসে পৌঁছেন।
এ সময় জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙা এবং নবগঠিত নগর কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ফুলের শুভেচ্ছা জানাতে গেলে এরশাদের সামনেই দু‘পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মশিউর রহমান রাঙার সমর্থকরা মোস্তফাকে লাথি মেরে ফেলে দেয়। এ সময় দু‘পক্ষের মধ্যে হাতাহতি হয়। একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ও অন্যান্য নেতা-কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এরশাদ তার পল্লী নিবাসের বাসভবনে অবস্থান করছেন।
রংপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান