ফারুক আহমেদ সুজনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ’র সদর কার্যলয়ে আলোচনা সভা সহ মিরপুর ইকুরিয়া মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, সড়ক পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ইউসুফ আলী মোল্লা সহ বিআরটিএ’র উর্ধতন কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ইতিহাস পর্যালোচনা করে জাতিসংঘ বঙ্গবন্ধুকে আজ যেমন বিশ্ববন্ধু হিসেবে ঘোষণা করেছেন তেমনি তিনি বিশ্বনেতাও ছিলেন।
অতিরিক্ত সচিব ইউসুফ আলী মোল্লা বলেন, জাতির জনকের হত্যাকারীদের বিচার হলেও আজও অনেকে বিভিন্ন দেশে পালাতক রয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হোক।