বাংলার খবর২৪.কম, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় আচমিতা ইউনিয়নে ইন্দ্রজিৎ ডাক্তারের বাড়িতে দুর্গাপূজায় প্রসাদ খেয়ে পুরুহিতসহ ৪০জন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই পূজামন্ডপে হিন্দুধর্মীয় লোকজন প্রসাদ খাওয়ার পর এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্দ্রজিৎ ডাক্তারের বাড়িতে দুর্গাপূজায় প্রসাদ খেয়ে পেটের ব্যাথা, বমি ও পাতলা পায়খানায় একের পর এক লোক অসুস্থ হয়ে পড়লে রাতে গুরুতর অবস্থায় আট জনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থরা হচ্ছেন সংগ্রাম ভৌমিক, ঊমা ভৌমিক, সৈশব দাস, বিজয় চক্রবর্তী, অনুপ ভৌমিক, মনি ভৌমিক, মনা ভৌমিক, পল্টন ভৌমিক, নিয়তি রানী ভৌমিক, বীনা ভৌমিক, অজিৎ দাস ও সংকর ভৌমিক।
পূজা উদযাপন কমিটির সদস্য ও পুজা মন্ডপের বাড়ির মালিক সংগ্রাম ভৌমিক জানান, প্রসাদ খেয়ে পুরোহিত, বাবুর্চি, কাজের লোকসহ আনুমানিক ৪০ জন অসুস্থ হয়েছেন। অতিরিক্ত গরমের কারণেও এরকম হতে পারে বলে প্রাথমিক ধারণা করেন তিনি।
কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. শামীম আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খাদ্যে ভেজালের কারণে তারা অসুস্থ হতে পারে। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার মত যন্ত্র না থাকায় এখনো সঠিক কিছু বলা যাচ্ছে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান