ডেস্ক : বন্যায় সিরাজগঞ্জ জেলার পাঁচ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে অনেকে নদী ভাঙনের শিকার হয় ঘরবাড়ী হারিয়ে খোলা আকাশের নীচে ঝুপড়ি তুলে মানবেতর জীবনযাপন করছে। অনেকে ক্ষতিগ্রস্ত বসসতভিটায় আকড়ে ধরে রয়েছে।
অনাহারে-অর্ধাহারে দিন কাটছে এসব মানুষের। বিশেষ করে চরাঞ্চলের ত্রিশটি ইউনিয়নের মানুষের দুর্ভোগ চরমে। চরাঞ্চলের পানিবন্দী মানুষের হাত-পায়ে ঘাসহ ডায়রিয়া ও আমাশয় দেখা দিচ্ছে। বর্তমানে পানি কমলেও দুর্ভোগ কমেনি। নিম্নাঞ্চলের কেউ বসতভিটায় ফিরে যেতে পারেনি। যারা বসতভিটায় ফিরেছে তারা ক্ষতিগ্রস্ত বসতভিটা মেরামত নিয়ে চরম বিপাকে পড়েছে। অর্থের অভাবে ঘরবাড়ী মেরামত করতে পারছে না। এ অবস্থায় বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্তরা সরকারী সহায়তা দাবি করেছেন।
সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, বন্যায় সাতটি উপজেলার ৫ লক্ষ ৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪ হাজার হেক্টরের বেশি ফসলের ক্ষতি হয়েছে। ৩৪২ কিলোমিটার রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। সহস্রাধিক ঘরবাড়ী সম্পূর্ণ এবং ৫ হাজারের অধিক বসতবাড়ী আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান