ফারুক আহমেদ সুজন: বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন,কোনো রকম কোথাও যাত্রী হয়রানি অথবা স্বাস্থ্য বিধি কোনো পরিবহন না মানলে মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিমকে জানান যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী, সায়দাবাদ ও গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল মোবাইল কোর্টে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শনের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার আরো বলেন, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, বিআরটিএ ভিজিলেন্স টিম, মোবাইল কোর্ট কাজ করে যাচ্ছে যেন ঈদে মানুষ ভালোভাবে বাড়ি যেতে পারে। সড়কে যাতে যানজট না হয় সেজন্য গাড়ি চালকদের দায়িত্ব বেশি। চালকরা যাতে অধৈর্য না হন সেজন্য মালিকপক্ষের উচিত চালকদের কাউন্সেলিং করা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপ পরিচালক শফিকুজ্জান ভূইয়া,বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম,মোঃ সাজিদ আনোয়ার,সহকারী পরিচালক শহিদুল আযম, নাসির উদ্দীন, পরিদর্শক আব্দুল মন্নান, নাসিম হায়দার, আল ফয়সাল, সাইফুল ইসলাম, অসিম পাল সহ আরো অনেকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান