ফারুক আহমেদ সুজনঃ আসন্ন পবিত্র ঈদুল আযাহা ২০২০ উপলক্ষ্যে সড়কপথে যাতায়াতকারী বাস যাত্রীদের নিকট থেকে সরকার কর্তৃক অনুমোদিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবী/আদায় না করা, ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী / মালামাল বহন না করা, এবং যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে বি আর টি,এ, ভিজিলেন্স টিমের কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর তিনটি বাস টার্মিনালে। সহযোগিতায় রয়েছে পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন,পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
ঈদ যাএার অংশ হিসেবে পৃথক ভিজিলেন্স টিম নেমেছে রাজধানীর তিনটি বাস টার্মিনালে। এ ব্যাপারে বিআরটিএ ঢাকা বিভাগের উপ পরিচালক শফিকুজ্জামান ভূইয়া বলেন ভিজিলেন্স টিপের পাশাপাশি ১৫টি সিসি ক্যামেরার মাধ্যমে মহাসড়কের ৫টি গুরুত্বপূর্ণ মোড়কে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এছাড়া ঈদ পরবর্তী পর্যন্ত আমাদের বিআরটিএ’র কন্ট্রোল রুম খোলা থাকবে। গাবতলি টার্মিনালে ঈদ যাএার খবরাখবর জানতে চাইলে সেখানে দায়িত্বে থাকা বিআরটিএ মোটরযান পরিদর্শক জিল্লুর রহমান চৌধুরী বলেন আমাদের এখানে কোনো যাএী যেনো হয়রানির শিকার না হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান