জুলফিকার আলী ঃ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার উপ-সহকারী প্রকৌশলী এলজিইডির মোহাম্মদ আলীর বিরুদ্ধে পাংশার ঠিকাদার দেলোয়ার হোসেন ওরফে দুলাল হাজী সহ বেশ কয়েকজন এলজিইডির ঠিকাদারের অভিযোগ, অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী কাজ করেন ঠিকাদাররা। কিন্তু এসও মোহাম্মদ আলী বিভিন্ন কৌশলে মনগড়া ও ইচ্ছে মাফিক কাজ করে ঠিকাদারদের উপর সব দোষ চাপিয়ে ঘুষ আদায় করছে এবং আদায়ের চেষ্টা করছে। উল্লেখ্য চাকরী জীবনের যাত্রা জামায়াত জোট সরকারের আমলে শুরু হলেও ২০১২ সালে জিওবি’র স্বাদ গ্রহণ করেন মোহাম্মদ আলী। প্রজেক্টের অনুকূলে চাকরিতে প্রবেশ করে দানব রূপী উপ সহকারী প্রকৌশলী সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানের বিদায় বেলায় ৭০৯ জন কে নগদ নারায়নে জিওবি করে যান বলে এলজিইডির হেডকোয়ার্টারস সূত্রে জানা যায়। সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসানকে বার বার হাওয়া ভবন থেকে চাপ দেয়া হলেও তিনি সে চাপের কাছে নিজেকে এবং এলজিইডিকে বিকিয়ে না দিয়ে দীর্ঘ ৮ বছর পর অবসরে যান। বিষয়টি নিশ্চিত করেছেন এলজিইডির নাম প্রকাশ না করার শর্তে সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন)। কালুখালী উপজেলা সূত্রে জানা যায়, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাসকে এই মোহাম্মদ আলী বার বার শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করায় তিনি মান সম্মানের ভয়ে বদলী হয়ে চলে যান। বর্তমানে তৌহিদুল ইসলাম জোয়াদ্দার স্ট্রোক করে পায়ের সমস্যা হওয়ায় হাটতে কষ্ট হয়। এই মোহাম্মদ আলী ঠিকাদারদের সামনে, অফিস স্টাফদের সামনে অকথ্য ভাষায় গালি-গালাজ এবং অন্য পা টিও ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছেন বলে ঠিকাদার দুলাল হাজী নিশ্চিত করেছেন। উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলীর দাপটে অন্যান্য উপ সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার, ওয়ার্ক এ্যাসিটেন্ট, সিও, একাউনটেন্ট, অফিস সহায়ক পুরুষ-মহিলা কেউই স্বাভাবিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারছেন না। সূত্র কালুখালী উপজেলার প্রকৌশল অফিস।
প্রসঙ্গত: ঠিকাদার দুলাল হাজী বলেন, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবারি হয়ে বি-কয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা লটারীর মাধ্যমে পেয়ে কাজে যাই। শুরুতেই গলদ। ২% টাকা না দিলে ওয়ার্ক অর্ডার দিবেন না। মোহাম্মদ আলী বলেন জেলায় খরচ না দিলে অর্ডার হয় না। ১ মাস ঘুরলাম পরে বাধ্য হয়েই সে টাকা দিলাম পেলাম ওয়ার্ক অর্ডার। যুক্ত হলাম উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলীর সাথে। তিনি এমন দেখভালই করলেন আমার কাজ শেষ হবার পরেও বিল পাই নাই। অস্ত্রের হুমকি, লাইসেন্স ব্লাক লিষ্ট করার হুমকি। সাইডে, পাংশা ও কালুখালীতে প্রকাশ্যে অসভ্যতা। কারণ তার চাহিদা মতো সংগে সংগে ঘুষের টাকা দিতে না পারায়। উক্ত রাস্তায় ১ কোটি ৭১ হাজার টাকা বরাদ্দ। মাটির কাজ ছিলো ২০ লাখ টাকার। স্থানীয় সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান বাড়ীর সামনে দিয়ে মাটির রাস্তাটি কার্পেটিং হয়ে বি-কয়া বাজারে মিলেছে। রাস্তা করতে আমি আমার ঠিকাদারী জীবনে এমন ধান্দাবাজ এসও দেখি নাই। রাস্তার উপর বিএনপির এক নেতার বাড়ী। তার আত্মীয়, তারা একই দলের বিএনপি জামায়াত ক্যাডার। তার কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে বাড়ী না সরিয়ে খাল বেঁধে আমাকে দিয়ে রাস্তা করিয়েছে। আমি করতে চাই নাই এবং ওপর মহলে বলতে পারি ভেবে, সে আমার অস্ত্রের হুমকি দিয়ে বলে, এই এলাকায় আন্ডারগ্রাউন্ড পার্টির আস্তানা। এরা সবাই অস্ত্রধারী এবং আমার হুকুমে চলে চাচা। দেখবেন এখন ফোন করব ১ ঘন্টার মধ্যে পাংশা-কালুখালীর সকল অস্ত্র ও মাস্তান হাজির হবে। তারপর যা বলবো তাইই হবে। তাই সাবধান যা বলি তাই করবেন। সমস্যা নাই দেখবো আমি। বিলতো আমিই তৈরি করবো। কাজেই যখন যা টাকা চাই দিয়ে দেবেন ঝামেলা করবেন না। সব মাটি ট্রাকে করে সাইটে নিতে হয়েছে। তারপরও ঐ বাড়ীর রক্ষায় খাল ভরতে আমার তিনগুণ টাকা মাটির কাজে লেগেছে। তারপরও মাটির টাকার অর্ধেক দাবি করেন তিনি। আমি না দেয়ায় কাজ বন্ধ করে দেয়। ফলে অর্থবছর শেষ হবার আগেই আমি আবেদন করে সময় বাড়িয়ে আনি। শর্তমতে কাজও শেষ করি। কিন্তু মাটির টাকা না দেয়ায় সে বিল না দিয়ে হয়রানি করছে। কালুখালী উপজেলার রতনদিয়া বাজার হয়ে হিরু মোল্লার ঘাট পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা করেছি। বরাদ্দ ১ কোটি ৭৮ লাখ টাকা। অন্য রাস্তাটি মদাপুর ইউনিয়নের আফরা থেকে ধুপাবাড়িয়া পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা করি। বরাদ্দ ২১ লাখ টাকা। সেখানেও একই অবস্থা। একই কায়দায় ধান্দাবাজি। টাকা নেবার জন্য সরকারী কাজের মান খারাপ করার পায়তারা করেছে। আমি টাকাও দিয়েছি ৩টি রাস্তায় মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা নগদ। বিভিন্ন সময়ে দিতে বাধ্য হয়েছি। বি-কয়া হাজী আফসার উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় করতে গিয়েও হয়রানি শেষ নাই। ৪৬ লাখ টাকার স্কুল মোহাম্মদ আলী অনৈতিক কৌশলে জিম্মি করে নগদ ২ লাখ টাকা নিয়েছে আমার কাছ থেকে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমরা ঠিকাদাররা কাজ শেষ করার হাজারও চেষ্টা করলেও এসও মোহাম্মদ আলী ইচ্ছে করে আমাদের ক্ষতি করার জন্য নানারকম ছলচাতুরি করে ঘুষ নেবার জন্য। যা ওপেন সিক্রেট।
মোহাম্মদ আলীর হয়রানীর নীল নকশা ও আংশিক খতিয়ান দিলেন দুলাল হাজী। তিনি ক্ষোভের সাথে বলেন, ওয়ার্ক এ্যাসিটেন্ট প্রত্যেক সাইটে ২/৩ জন করে নিয়োগ দেন। সব তার প্রজেক্টের কর্মচারী। তার প্রিয়জন। প্রতিদিন ২/৩ জনের হাজিরা ঘুষ ৬-৯ হাজার টাকা। মোহাম্মদ আলী সাইডে গেলে ৫ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা নগদে গুনতে হয়। টাকা দেয়া দেরি হলে কাজ বন্ধ করে দিয়ে ওয়ার্ক এ্যাসিটেন্টদের নিয়ে সাইড থেকে চলে আসে। টাকা পয়সা দিলে পুনরায় কাজ শুরু করার আদেশ দেন। ওয়ার্ক এ্যাসিটেন্ট আসে কুষ্টিয়া ও কুমারখালী থেকে। তিনি থাকেন পাংশা পৌরসভায়। সাইডে আমার মিস্ত্রি, ম্যানেজার, লোকজন বসে থাকেন সাহেবদের অপেক্ষায়। ইচ্ছে মতো আসে দেরি হলে আমি ও আমার হেড মিস্ত্রি বিরক্ত হলেই, এই চলো কাজ বন্ধ কর আজ হবে না। অথচ আমার সব কিছু রেডি করা। টাকা নেয় ঘুষ খোর মোহাম্মদ আলী ও দোসররা। আবার হাতে পায়েও ধরতে হয় আমার। দুলাল হাজী বলেন আমি একা না মোহাম্মদ আলীর যে সাইডের এসও নিযুক্ত হয় সেই ঠিকাদারই বুঝে তিনি কত বড় বাপের বেটা। পাংশায় সিনিয়র ঠিকাদার উত্তম কুন্ডু তার সাউডেও একই অবস্থা। তাকে আমাদের সামনে অকথ্য ভাষায় গালি-গালাজ করেছে। প্রয়োজনে আদালতে গিয়েও মোহাম্মদ আলীর বিরুদ্ধে স্বাক্ষী দেব। সোহেল খান এলাকার সম্মানিত ঘরের ব্যক্তিত্ব। তাকেও হুমকি দিয়ে বলে সবাই যেভাবে আমার সাথে লেনদেন করে আপনিও সেভাবেই করবেন। কোন রকম ভাই পরিচয় দেবেন না। তাহলে বাঁশ দিয়ে দেবো এবং চাচাকে সব বলে দিবো আপনি ঠিক মত কাজ করেন না। এমনও প্রকল্প আছে যেখানে মাটির কাজে ১০ লাখ টাকা লাগবে সেখানে মোহাম্মদ আলী ৫০ লাখ টাকা ধরে দেয়। যে ঠিকাদার কাজ পায় তার সাথে শুরু হয় টাকা নিয়ে ঝামেলা। ভোলায় চরফ্যাশনে হাওয়া ভবনের দাপটে অনেক ভূয়া প্রকল্প দেখিয়ে কাজ না করেই যোগসাজসে বিল তুলে কোটি কোটি টাকার মালিক হয়েছে। পাংশায় দ্বিতল বাড়ী যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। পাংশায় বাহারামের দোকানের সামনে ভিটা জমি যার মূল্য ১০ কোটি টাকা। ঢাকায় ৪টি ফ্যাট। নামে বেনামে, স্ত্রী, আত্মীয়দের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে ৫০ কোটি নগদ অলস অর্থ আছে বলে দাবি করেন দুলাল হাজী। বেসরকারী হিসেবে ঠিকাদার হিসেবে কাজ করতে গেলে % হিসেবে- এলজিইডি নির্বাহী প্রকৌশলী ১%, উপজেলা প্রকৌশলী .০৫%, উপ-সহকারী প্রকৌশলী ২% নিয়ে থাকেন। সেখানে মোহাম্ম আলী উপ-সহকারী প্রকৌশলীর কমিশন ৫% বাধ্যতামূলক। আর উল্লেখিত তাফালিং মানি তো আছেই। আমরা নগদ টাকা লগ্নি করে, সরকারের ট্যাক্স ও ভ্যাট দিয়ে বছরের পর বছর ফাইনাল বিলের জন্য অপেক্ষা করি। সুনামের সাথে, সততার সাথে, এলাকার উন্নয়নমূলক কাজগুলো সুসম্পন্ন করে থাকি। সেখানে একজন মোহাম্মদ আলী আমাদের সবকিছু ধ্বংস করে দিচ্ছে। কোন ভদ্রলোক আর এই ঠিকদারী পেশায় আসবেন না। যতদিন মোহাম্মদ আলীদের মত লোক এলজিইডিতে কর্মরত থাকেন।
গত ২২ জুলাই তারিখে দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর রবিবার তাকে প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ কিশোরগঞ্জ জেলার কালিয়ারচর উপজেলাতে স্ট্যান্ড রিলিজ করে বদলীর আদেশ দিয়েছেন।
শিরোনাম :
কালুখালী উপজেলা এলজিইডির এসও মোহাম্মদ আলী স্ট্যান্ড রিলিজ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১১:৩৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- ১৫৭৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ