ডেস্ক : সিরাজগঞ্জে যমুনার পানি ফের বাড়তে শুরু করেছে। ৮ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৯ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে বসতভিটা ও ফসল তলিয়ে গিয়ে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এতে জেলার ৪৫টি ইউনিয়নের সাড়ে তিন লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
কোথাও কোথাও বসতভিটাগুলো ৮-১০ ফুট পানির নীচে তলিয়ে গেছে। পানিবন্দী মানুষের মধ্যে বিশুদ্ধপানি ও শিশু এবং শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারীভাবে যে দশ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় নগন্য। বিশেষ করে পানিবন্দী সদর উপজেলার কাওয়াকোলা ইউপির এমনই পরিবার রয়েছে যাদের চাল আছে কিন্তু রান্না করার সুযোগ নেই।
কলাগাছের ভেলা ও নৌকায় তাদের আশ্রয়স্থান হয়ে দাঁড়িয়েছে। কাওয়াকোলা ১৬টি গ্রাম সম্পূর্ণ তলিয়ে গেছে। উচু জায়গার অভাবে অনেকে সার্বক্ষণিক পানি অথবা যাদের নৌকা আছে তারা নৌকায় আশ্রয় নিয়ে রয়েছে। এছাড়াও বন্যার কারনে গবাশি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। গরুগুলো শুকিয়ে যাচ্ছে। বন্যাকবলিতদের মধ্যে পানিবাহিত রোগ দেখা দিয়েছে।