বাংলার খবর২৪.কম : সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মহানবমী ও বিজয়া দশমী আজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে এ দিনটি।
আজ ভোর ছয়টা ৫৪ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বহিতি পূজা এবং সকাল আটটা ২৩ মিনিটের মধ্যে দেবীর দশমী বহিতি পূজা সমাপন ও দর্পন বিসর্জন শেষ হবে। এরপর শান্তজিল গ্রহণ করে শেষ হবে দুর্গাপূজা। তিথি অনুযায়ী, মহানবমী ও বিজয়া দশমীর লগ্ন একই দিনে হওয়ায় শুক্রবারেই শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান।
তবে বাকী থাকবে শুধু প্রতীমা বিসর্জন। সেটি হবে শনিবার। আর এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে এ বছরের শারদীয় দুর্গা উৎসবের।
এর আগে গতকাল সারাদেশের পূজা মণ্ডপগুলোতে একযোগে যৌবনের প্রতীক কুমারী পূজা শেষ হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান