বাংলার খবর২৪.কম, গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। বৃহস্পতিবার জেলার ফুলছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের তিনতলা ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৪ লাখ টাকা।
ফজলে রাব্বি আরও বলেন, দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিসের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন ফুলছড়ি উপজেলার মানুষ। অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলার অনেক জানমালের ক্ষতি হয়েছে। তিনতলা ভবনের ফায়ার সার্ভিস স্টেশনটি নির্মিত হওয়ার কারণে ফুলছড়ি উপজেলার মানুষ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পাবেন।
এ ছাড়া ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্যে বিভিন্ন ধরনের দুর্যোগে সহায়তাও পাওয়া যাবে।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা, জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক কোবাদ আলী সরকার, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী সরকার প্রমুখ।