বাংলার খবর২৪.কম : কিলিং মিশনে অংশ নেয়ার আগেই গ্রেফতার হলেন ‘সম্ভাব্য’ দুই কিলার। তাদেরকে আটক করার পর উদ্ধার হয় একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড গুলি।
ঘটনাটি ঘটেছে রাজধানীর কাফরুলের রোকেয়া সরণীর আইডিবি ভবনের সামনের ফুটপাতে। গ্রেফতারকৃতরা হলেন বদরুল আলম চঞ্চল (৩৮) ও শাহীন (২০)।
কাফরুল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে রোকেয়া সরণীতে আইডিবি ভবনের সামনের একটি ফুটপাত থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা সেখানে একটি কিলিং মিশন চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ খবর পাওয়ার পর সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান