অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

ভর্তি নেয়নি কোনো হাসপাতাল, ছেলের সামনে মায়ের মৃত্যু

ডেস্কঃ শরীরে জ্বর থাকায় সালমা খাতুন (৬৭) নামে এক বৃদ্ধাকে ভর্তি নেয়নি ফেনীর কোনো হাসপাতাল। পরে স্বজনদের সামনে রাস্তায় মৃত্যু হয় ওই বৃদ্ধার।

বুধবার (২৪ জুন) মর্মান্তিক এ ঘটনা ঘটে ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে। মারা যাওয়া ওই বৃদ্ধা ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাদশা মিয়াজী বাড়ির সফিউল্লাহর স্ত্রী। একই দিন বাদ আসর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্র জানায়।
ওই বৃদ্ধার ছেলে কামাল উদ্দিন জানান, তার মা গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত সোমবার সকালে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে ভর্তি করান। কিন্তু সেদিন দুপুর ২টা পর্যন্ত তাকে কোনো চিকিৎসা না দেয়ায় বিকেলে সেখান থেকে নিয়ে যান। এরপর তাকে একে একে শহরের আলকেমি হাসপাতাল, আল-বারাকা হাসপাতাল, কার্ডিয়াক হাসপাতাল, মেডিনোভা হাসপাতাল, ইবনে হাসমান হাসপাতালে নিলেও ভর্তি করাতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

নিরূপায় হয়ে সন্ধ্যায় তাকে বাড়ি নিয়ে যান। বুধবার আবার হাসপাতালের উদ্দেশ্যে তাকে সিএনজিযোগে শহরে নিয়ে আসেন ছেলে কামাল উদ্দিন ও জামাতা নজরুল ইসলাম। তারা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তি করাতে পুনরায় ফেনী কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান। এবারও ভর্তি করাতে ব্যর্থ হয়ে শহীদুল্লাহ কায়সার সড়কে সিএনজিতে তাকে রেখে ছেলে ও জামাতা মিলে পরামর্শ করছিলেন। এ সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই বৃদ্ধা। সালমা খাতুনের জামাতা নজরুল ইসলাম জানান, কোনো হাসপাতালে ভর্তি করাতে না পেরে এক প্রকার বিনা চিকিৎসায় মারা গেলেন তার শাশুড়ি। মৃত্যুর আগে তার ১০২ ডিগ্রি জ্বর ছিল। পপুলারে পরীক্ষার রিপোর্টে তার টাইফয়েড ধরা পড়েছিল।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম বলেন, করোনার উপসর্গ নিয়ে কেউ মারা গেছে এমন তথ্য আমাকে জানায়নি কেউ। তাই নমুনাও সংগ্রহ করা হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

ভর্তি নেয়নি কোনো হাসপাতাল, ছেলের সামনে মায়ের মৃত্যু

আপডেট টাইম : ০৬:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০

ডেস্কঃ শরীরে জ্বর থাকায় সালমা খাতুন (৬৭) নামে এক বৃদ্ধাকে ভর্তি নেয়নি ফেনীর কোনো হাসপাতাল। পরে স্বজনদের সামনে রাস্তায় মৃত্যু হয় ওই বৃদ্ধার।

বুধবার (২৪ জুন) মর্মান্তিক এ ঘটনা ঘটে ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে। মারা যাওয়া ওই বৃদ্ধা ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাদশা মিয়াজী বাড়ির সফিউল্লাহর স্ত্রী। একই দিন বাদ আসর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্র জানায়।
ওই বৃদ্ধার ছেলে কামাল উদ্দিন জানান, তার মা গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত সোমবার সকালে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে ভর্তি করান। কিন্তু সেদিন দুপুর ২টা পর্যন্ত তাকে কোনো চিকিৎসা না দেয়ায় বিকেলে সেখান থেকে নিয়ে যান। এরপর তাকে একে একে শহরের আলকেমি হাসপাতাল, আল-বারাকা হাসপাতাল, কার্ডিয়াক হাসপাতাল, মেডিনোভা হাসপাতাল, ইবনে হাসমান হাসপাতালে নিলেও ভর্তি করাতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

নিরূপায় হয়ে সন্ধ্যায় তাকে বাড়ি নিয়ে যান। বুধবার আবার হাসপাতালের উদ্দেশ্যে তাকে সিএনজিযোগে শহরে নিয়ে আসেন ছেলে কামাল উদ্দিন ও জামাতা নজরুল ইসলাম। তারা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তি করাতে পুনরায় ফেনী কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান। এবারও ভর্তি করাতে ব্যর্থ হয়ে শহীদুল্লাহ কায়সার সড়কে সিএনজিতে তাকে রেখে ছেলে ও জামাতা মিলে পরামর্শ করছিলেন। এ সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই বৃদ্ধা। সালমা খাতুনের জামাতা নজরুল ইসলাম জানান, কোনো হাসপাতালে ভর্তি করাতে না পেরে এক প্রকার বিনা চিকিৎসায় মারা গেলেন তার শাশুড়ি। মৃত্যুর আগে তার ১০২ ডিগ্রি জ্বর ছিল। পপুলারে পরীক্ষার রিপোর্টে তার টাইফয়েড ধরা পড়েছিল।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম বলেন, করোনার উপসর্গ নিয়ে কেউ মারা গেছে এমন তথ্য আমাকে জানায়নি কেউ। তাই নমুনাও সংগ্রহ করা হয়নি।