পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :

ঢাকায় আসছেন না মোনালী ঠাকুর

Monali-thakur-311x186বাংলার খবর২৪.কম:ঢাকায় আসছেন না ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোনালী ঠাকুর। এবার ঈদে আরটিভির লাইভ অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এ সফর বাতিল করেছেন তিনি।

আরটিভির কাছে এক মেইল বার্তায় দুঃখ প্রকাশ করে মোনালী জানান, হঠাৎ করেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ঢাকা আসতে পারছে না। তার সুস্থতায় সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।

পশ্চিম বঙ্গের মেয়ে মোনালী ঠাকুর ২০০৬ সালে ইনডিয়ান আইডল প্রতিযোগিতায় অংশ নেন। এরপর বলিউডের সিনেমা প্লেব্যাক করে খ্যাতি অর্জন করেছেন। এর পাশাপাশি অভিনয় জগতেও নাম লেখিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে বলিউডে তার গাওয়া জনপ্রিয় কয়েকটি গানের মধ্যে রয়েছে ‘রঘুপতি রাঘব’ (কৃষ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া), ‘তোরে মারি এন্টি’ (গুন্ডে)।

এছাড়াও ওপার বাংলার ইটস ১০০ পারসেন্ট লাভ (১০০% লাভ) ও মাধু (রংবাজ), পেয়ারে লাল (দুই পৃথিবী) ও আরো বেশ কিছু জনপ্রিয় গান করেছেন মোনালী ঠাকুর।

Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদেশে বিআরটিএ-র অভিযানে ৩৩৮ মামলা, ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

ঢাকায় আসছেন না মোনালী ঠাকুর

আপডেট টাইম : ০৭:৫০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০১৪

Monali-thakur-311x186বাংলার খবর২৪.কম:ঢাকায় আসছেন না ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোনালী ঠাকুর। এবার ঈদে আরটিভির লাইভ অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এ সফর বাতিল করেছেন তিনি।

আরটিভির কাছে এক মেইল বার্তায় দুঃখ প্রকাশ করে মোনালী জানান, হঠাৎ করেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ঢাকা আসতে পারছে না। তার সুস্থতায় সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।

পশ্চিম বঙ্গের মেয়ে মোনালী ঠাকুর ২০০৬ সালে ইনডিয়ান আইডল প্রতিযোগিতায় অংশ নেন। এরপর বলিউডের সিনেমা প্লেব্যাক করে খ্যাতি অর্জন করেছেন। এর পাশাপাশি অভিনয় জগতেও নাম লেখিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে বলিউডে তার গাওয়া জনপ্রিয় কয়েকটি গানের মধ্যে রয়েছে ‘রঘুপতি রাঘব’ (কৃষ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া), ‘তোরে মারি এন্টি’ (গুন্ডে)।

এছাড়াও ওপার বাংলার ইটস ১০০ পারসেন্ট লাভ (১০০% লাভ) ও মাধু (রংবাজ), পেয়ারে লাল (দুই পৃথিবী) ও আরো বেশ কিছু জনপ্রিয় গান করেছেন মোনালী ঠাকুর।