ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে শনিবার রাতে। ফলে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে খাতুনকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
ফেসবুকে কেউ কেউ সাহারা খাতুনকে নিয়ে মৃত্যুর গুজব ছড়ান। এরপর সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গতকালের তুলনায় আজ উনার প্রেসার নরমাল রয়েছে। ডায়াবেটিসও নরমালের কাছাকাছি। আগের তুলনায় একটু ভালো বলা যায়। কিন্তু তাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। তাকে নিয়ে আগ বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের তথ্য প্রচার করা এটা তার প্রতি অসম্মান ও অশ্রদ্ধা করা।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান