ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট ব্যবহারের বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংস্থাটির গবেষক দল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পর্যবেক্ষণ কমিটি গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে প্রতিবেদন হস্তান্তরের পর এ কথা জানান গবেষণা দলের প্রধান ড. বিজন কুমার শীল।
এছাড়াও বিএসএমএমইউ’র ওই প্রতিবেদনে করা সুপারিশের ইতিবাচক দিকগুলোর উপর গুরুত্ব দেয়ারও পরামর্শ দেন ড. বিজন কুমার শীল।
এ বিষয়ে ড. বিজন কুমার শীল বলেন, আমি রিপোর্টিকে খারাপ বলছি না। রিপোর্ট ভাল হয়েছে। যে রিকমেন্ডেশন আসছে তা ঠিক আছে। কিন্তু ওই যে আগে পিছে আর কী, প্রথম নেগেটিভ পরে পজেটিভ বলা হয়েছে। কেউ নেগেটিভ পিকআপ করছে, কেউ পজেটিভ পিকআপ করছে। আবার কেউ পজেটিভ পিকআপ করতে পারেনি বা সুযোগ হয়নি।
তিনি আরো বলেন, এটা বিশ্লেষণ করার সম্পূর্ণ দায়িত্ব ওষুধ প্রশাসনের। ওনাদের অনেক অভিজ্ঞ একটা প্যানেলে আছে, ৮ সদস্যের। আমি যতদূর জানি ওনারা প্রাথমিকভাবে দেখবেন। দেখে ওনারা অভিজ্ঞ মতামত দেবেন। অর্থাৎ, বিএসএমএমইউ যে প্রতিবেদন দিলো, এটা ওনারা দিতেই পারেন। দিচ্ছেন ঠিক আছে। কিন্তু আমরা ফাইনাল সরকারের নির্দেশের অপেক্ষায় রইলাম।