ডেস্কঃ ৫ বছরের শিশু শাওন। পতেঙ্গা এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আঘাত পান। পরে তার নাক দিয়ে ব্লিডিং শুরু হলে তাকে নিকটস্থ বেপজা হাসপাতালে নেওয়া হয় সেখানে ভর্তি করানো হয়নি শিশুটিকে। পরে সেই দুপুর ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত তার স্বজনরা একে একে মমতা হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, সাউথ পয়েন্ট হাসপাতালে নিলেও কোথাও জুটেনি তার চিকবৎসা! অবশেষে মঙ্গলবার পৌনে ৩টার দিকে যখন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলো তখন কর্তব্যরত চিকিৎসক জানালেন শিশু শাওন আর নেই! এসময় শাওনের নানাসহ স্বজনরা কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন। যদিও বা ডাক্তারি ভাষায় দুর্ঘটনা পরবর্তী ১ ঘণ্টাটি হচ্ছে গোল্ডেন আওয়ার। এই এক ঘণ্টার মধ্যেই যদি চিকিৎসা পায় রোগী তাহলে বাঁচানো সম্ভব হয়। হাইকোর্টের আদেশ, সরকারি নির্দেশ, মেয়রের হুমকি জনগণের প্রবল প্রতিবাদেও এই করোনাকালে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা না পাওয়ার এই অভিযোগ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
সূত্রঃ Cvoice24.com
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান