অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত

করোনার নমুনা সংগ্রহের কাজে গতি আনতে সহায়তার হাত বাড়ালেন মাশরাফি

ডেস্কঃ নড়াইলের মানুষের করোনার নমুনা সংগ্রহের কাজে গতি আনতে সহায়তার হাত বাড়ালেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফির হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় জেলার তিন উপজেলায় ১০ জন বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নড়াইলের মানুষের করোনার নমুনা সংগ্রহের কাজে গতি আনতে এসব ব্যবস্থা নেয়া হবে। মাশরাফির ব্রেসলেট বিক্রির অর্থ এসব কাজে ব্যয় করা হবে। রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবং বেসরকারি ডায়াগনস্টিক ও প্যাথলজিক্যাল ল্যাব মালিক সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় করোনার নমুনা সংগ্রহ এবং ল্যাবে পাঠানোর কাজ আরও গতিশীল করতে জেলা প্রশাসনসহ কয়েকটি প্রতিষ্ঠান নমুনা সংগ্রহে অ্যাম্বুলেন্স, জ্বালানিসহ আনুষঙ্গিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

ক্রিকেটার মাশরাফির ব্রেসলেট নিলামের টাকা থেকে এসব কাজের ব্যয়ভাব বহন করা হবে বলে জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক। সভায় এমপি মাশরাফি বিন মর্তুজা ভিডিও কনফারেন্সে যুক্ত হন। করোনার নমুনা সংগ্রহে বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানদের এগিয়ে আসায় ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তার আশ্বাস দেন এমপি মাশরাফি। পাশাপাশি করোনা আক্রান্ত এলাকা লকডাউন করে তাদের ঠিকমতো চিকিৎসা দেয়া, খোঁজখবর নেয়া এবং প্রয়োজনীয় খাবার দেয়ার ব্যবস্থা করার কথা বলেন এমপি মাশরাফি। জানা গেছে, নড়াইলে এখন পর্যন্ত ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের। জেলায় করোনার নমুনা সংগ্রহে মেডিকেল টেকনোলজিস্টের আট পদের বিপরীতে রয়েছেন চারজন। এর মধ্যে একজন অসুস্থ হয়ে ছুটিতে রয়েছেন।

কালিয়া উপজেলা টেকনোলজিস্টের তিন পদের সবকটি শূন্য। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে একটি পদের মধ্যে একটি শূন্য। লোহাগড়া উপজেলায় দুটি পদের মধ্যে একজন আছেন; তিনি অসুস্থ হয়ে ছুটিতে। এ অবস্থায় পুরো জেলায় প্রতিদিন প্রয়োজন অনুযায়ী নমুনা সংগ্রহ করা যাচ্ছে না। ফলে করোনা পরিস্থিতিতে সঙ্কট জটিল আকার ধারণ করে। সঙ্কট দূর করতে সহায়তার হাত বাড়ান এমপি মাশরাফি।

নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার প্রমুখ।

সূত্রঃ জাগো নিউজ।

Tag :
জনপ্রিয় সংবাদ

রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু

করোনার নমুনা সংগ্রহের কাজে গতি আনতে সহায়তার হাত বাড়ালেন মাশরাফি

আপডেট টাইম : ০৫:০০:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০

ডেস্কঃ নড়াইলের মানুষের করোনার নমুনা সংগ্রহের কাজে গতি আনতে সহায়তার হাত বাড়ালেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফির হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় জেলার তিন উপজেলায় ১০ জন বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নড়াইলের মানুষের করোনার নমুনা সংগ্রহের কাজে গতি আনতে এসব ব্যবস্থা নেয়া হবে। মাশরাফির ব্রেসলেট বিক্রির অর্থ এসব কাজে ব্যয় করা হবে। রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবং বেসরকারি ডায়াগনস্টিক ও প্যাথলজিক্যাল ল্যাব মালিক সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় করোনার নমুনা সংগ্রহ এবং ল্যাবে পাঠানোর কাজ আরও গতিশীল করতে জেলা প্রশাসনসহ কয়েকটি প্রতিষ্ঠান নমুনা সংগ্রহে অ্যাম্বুলেন্স, জ্বালানিসহ আনুষঙ্গিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

ক্রিকেটার মাশরাফির ব্রেসলেট নিলামের টাকা থেকে এসব কাজের ব্যয়ভাব বহন করা হবে বলে জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক। সভায় এমপি মাশরাফি বিন মর্তুজা ভিডিও কনফারেন্সে যুক্ত হন। করোনার নমুনা সংগ্রহে বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানদের এগিয়ে আসায় ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তার আশ্বাস দেন এমপি মাশরাফি। পাশাপাশি করোনা আক্রান্ত এলাকা লকডাউন করে তাদের ঠিকমতো চিকিৎসা দেয়া, খোঁজখবর নেয়া এবং প্রয়োজনীয় খাবার দেয়ার ব্যবস্থা করার কথা বলেন এমপি মাশরাফি। জানা গেছে, নড়াইলে এখন পর্যন্ত ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের। জেলায় করোনার নমুনা সংগ্রহে মেডিকেল টেকনোলজিস্টের আট পদের বিপরীতে রয়েছেন চারজন। এর মধ্যে একজন অসুস্থ হয়ে ছুটিতে রয়েছেন।

কালিয়া উপজেলা টেকনোলজিস্টের তিন পদের সবকটি শূন্য। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে একটি পদের মধ্যে একটি শূন্য। লোহাগড়া উপজেলায় দুটি পদের মধ্যে একজন আছেন; তিনি অসুস্থ হয়ে ছুটিতে। এ অবস্থায় পুরো জেলায় প্রতিদিন প্রয়োজন অনুযায়ী নমুনা সংগ্রহ করা যাচ্ছে না। ফলে করোনা পরিস্থিতিতে সঙ্কট জটিল আকার ধারণ করে। সঙ্কট দূর করতে সহায়তার হাত বাড়ান এমপি মাশরাফি।

নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার প্রমুখ।

সূত্রঃ জাগো নিউজ।