নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে করোনার ভয়ে চাকরিতে যেতে আপত্তি করায় খুকু মণি (২০) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
বুধবার মধ্যরাতে মোহনগঞ্জ উপজেলার তেঁথুলিয়া ইউনিয়নের তেঁথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাকে স্বামীর ঘরের ভেতর গলা টিপে হত্যা করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর আগে তেঁথুলিয়া গ্রামের মো. রব্বানীর ছেলে মোতাকাব্বীরের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে খুকু মণির। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী দু'জনেই ঢাকায় গার্মেন্টসে চাকরি করে বাড়িতে টাকা পাঠাত। করোনার কারণে বাড়িতে চলে আসেন তারা।
খুকু মণি করোনার ভয়ে আবার চাকরিতে যেতে আপত্তি করে। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ সৃষ্টি হয়। বুধবার রাতে খুকু মণির ভাই এরশাদ ও ভাবী শাহানার কাছে নালিশ করে মোতাকাব্বীর। পরে সে রাত ১০টায় সেখান থেকে রাতের খাবার খেয়ে একই গ্রামে নিজের বাড়ি ফিরে যায়।
কিছু সময় পরে চিৎকারের আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে খুকু মণিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খুকু মণির লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী মোতাকাব্বীর, শ্বশুর রব্বানী মিয়া, শাশুড়ি ফজিলত খাতুন ও দেবর মোতাচ্ছিরকে গ্রেফতার করে পুলিশ।
এ দিকে নিহতের বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে জামাই মোতাকাব্বীরসহ চারজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। চারজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান