ডেস্ক: বাংলাদেশে করোনার দাপট দিনের পর দিন বেড়েই চলেছে। তাতে নতুন আক্রান্তের দিক থেকে মঙ্গলবার (৯ জুন) বিশ্বের চতুর্থ স্থানে উঠে এসেছে লাল সবুজের দেশটি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় দেখা গেছে সারা বিশ্বে নতুন আক্রান্তে চতুর্থ অবস্থানে বাংলাদেশ। এ দিন বাংলাদেশে সর্বোচ্চ ৩ হাজার ১৭১ জন নতুন রোগী পাওয়া গেছে।
নতুন আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৯৫ জন। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে আক্রান্ত হয়েছেন নতুন আরও আর ৪ হাজার ৬৪৬ জন।
৩ হাজার ২৮৮ নতুন রোগী শনাক্ত হয়েছে তৃতীয় স্থানে থাকা সৌদি আরবে। বাংলাদেশের পরেই মেক্সিকোর অবস্থান। দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৯ জন।
করোনা আক্রান্তের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেও এদিন নতুন শনাক্তের সংখ্যা ছিল এক হাজারের কম।
প্রতিবেশী দেশ ভারত এবং ইরানেও বাংলাদেশের চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশ দুইটিতে নতুন রোগীর সংখ্যা দু হাজারের সামান্য বেশী।
এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন ৪৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ৯৭৫ জনে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান