ফারুক আহম্মেদ সুজন : বিআরটিএ’র মিরপুর আঞ্চলিক কার্যালয়ে দালালদের বিরুদ্ধে র্যাবের অভিযানে ‘অসন্তুষ্ট ও ক্ষুব্ধ’ হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর এই ক্ষোভ ঝাড়তে খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে টেলিফোনও করেছেন তিনি।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, র্যাবের ওই অভিযানের আগে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বা তার মন্ত্রণালয়ের সচিবকে কেন জানানো হলোনা তা নিয়ে টেলিফোনে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
গত ২৯ সেপ্টেম্বর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে হাতেনাতে ৩৫ দালালকে আটক করে র্যাবের ভ্রাম্যমান একটি আদালত। এসময় আটক ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়।
জানা যায়, প্রায় এক মাস ধরে র্যাবের গোয়েন্দা দল বিভিন্ন ভিডিও ফুটেজ এবং অন্যান্য ডকুমেন্টের ভিত্তিতে এসব দালালদের চিহ্নিত করে। আর চিহ্নিত দালালদের ধরতেই ওই অভিযান চালানো হয়েছিলো। তবে অভিযান পরিচালনাকালে বিআরটিএ’র উপ-পরিচালক এসকে বিশ্বাস এতে বাধা দেন। এসময় তার সঙ্গে র্যাব কর্মকর্তাদের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেসসহ গাড়ির বিভিন্ন কাগজপত্র কম সময়ে করে দেয়ার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছিল দালালচক্র। টাকা নিয়ে অনেক সময় দালালরা গ্রাহকদের সঠিক কাগজপত্রও করে দেয় না। এতে হয়রানির শিকার হন গ্রাহকরা। এ অভিযোগ দীর্ঘদিন ধরেই গ্রাহকরা করে আসছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দালালরা বেআইনিভাবে বিআরটিএ অফিসে ঢুকে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করত। তারা রেজিস্ট্রেশন হারিয়ে গিয়েছে এই মর্মে থানায় ভুয়া জিডি করে ভুয়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং লাইসেন্সের জন্য আয়কর রিটার্নে করদাতার ভুয়া নাম বসিয়ে সাধারণ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান