বাংলার খবর২৪.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার বিকেল সাড়ে ৫টায় ধানমণ্ডিস্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, প্রধানমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন। তাকে অব্যাহতি দিয়েছেন।
তিনি বলেন; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী হিসেবে আবদুল লতিফ সিদ্দিকীর মেক্সিকোতে ‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণ করা কথা ছিল। কিন্তু ওই সভায় তার পরিবর্তে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর এরই মাধ্যমে প্রমাণিত হয় তিনি আর মন্ত্রিসভায় নেই।
হানিফ বলেন, দলের কারো ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না। দলীয় প্রধান শেখ হাসিনা এখন দেশের বাইরে রয়েছেন। তিনি ফিরলে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান