বাংলার খবর২৪.কম , মাগুরা : মাগুরা সদর উপজেলার জগদল গ্রামে বুধবার রাত ৮ টার সময় আজিজুল মোল্লা (২৫) নামের এক বথাটে যুবকের হাতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ৮ বছর বয়সী এক নাবালিকা ধর্ষিত হয়েছে।
মেয়েটি এখন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত ৮ টার দিকে ঐ ছাত্রী নিজ ঘরে লেখা পড়া করার সময় পাশের বাড়ির হানিফ মোল্লার ছেলে আজিজুল মোল্লা তার ঘরে ঢুকে মোবাইল ফোনে চার্জ দিতে যায়। এসময় ঐ ঘরে অন্য কেউ না থাকায় বখাটে আজিজুল তাকে ধর্ষণ করে।
চিৎকারে অন্যঘর থেকে লোকজন ছুটে আসলে ধর্ষক আজিজুল পালিয়ে যায়। বাড়ির লোক জন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসক জানিয়েছে, তার ৩ টি সেলাই লেগেছে। এ নিয়ে মাগুরা থানায় মামলার প্রক্রিয়া চলছে।