ফারুক আহমেদ সুজনঃ কাল থেকে সীমিত পরিসরে খুলছে বিআরটিএ। তবে আপাতত ড্রাইভিং লাইসেন্সের কার্যক্রম বন্ধ। করোনা পরিস্থিতে গত ২৬ মার্চ থেকে টানা সাধারণ ছুটি আগামী ৩০ মে শেষ হচ্ছে। এরই মধ্যে কাল ৩১ মে থেকে খোলে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে গাড়ির রেজিষ্ট্রেশন ও ফিটনেস প্রদান কার্যক্রম চলবে। আপাতত ড্রাইভিং লাইসেন্স এর কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বিআরটিএর চেয়ারম্যান ইউছুব আলী মোল্লা।
আজ শনিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। প্রজ্ঞাপনে বলা হয়, বিআরটিএর মেট্রো এলাকা ও জেলা এলাকার সকল পেন্ডিং কাজ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। রুট পারমিট সনদ নবায়ন, অস্থায়ী মোটরযান চালানোর অনুমতিপত্রের মেয়াদ বাড়ানো, মালিকানা বদলীর আবেদন, মোটরযানের রেজিষ্ট্রেশন স্লিপ প্রদান সহ মোটরযানের ফিটনেস প্রদান কার্যক্রম চালু থাকবে।
তবে ড্রাইভিং কম্পিটেন্সি টেষ্ট বোর্ড এর পরীক্ষা গ্রহন, লাইসেন্স ও রেজিষ্ট্রেশন এর বায়োমেট্রিক গ্রহন, মোটরযান রেজিষ্ট্রেশন পর্যায়ক্রমে চালু করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান