ডেস্কঃ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে গেছে। মঙ্গলবার মধ্যরাত থেকে রাজধানীতে তীব্র মাত্রার কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এর প্রভাবে ২৭ মে (বুধবার) সকাল ৯টায়ও বিদ্যুৎ চমকানো, প্রচণ্ড বাতাসসহ বৃষ্টি হয়। বুধবার রাতেও রাজধানীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানান, আজ ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঘণ্টায় ৮৩ কিলোমিটার ও আগারগাঁও এলাকায় ৭৮ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। ঢাকা ছাড়াও দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। এছাড়া ঢাকায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর দিনাজপুরে দেশের সর্বোচ্চ ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১১ মিনিটে।
শিরোনাম :
আজ রাতেও ঝড়ো হাওয়া -ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- ১৮৭৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ