বাংলার খবর২৪.কম : এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের ম্যাচে কুয়েতের বিপক্ষে ২০৩ রানের জয় পেয়ে সেমি ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দল।
বুধবার টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে টাইগাররা। এরপর ২২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩ ওভারে মাত্র ২১ রান তুলতেই সবকটি উইকেট হারায় কুয়েত। ফলে টি-টোয়েন্টির রেকর্ড ২০৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি বিন মুর্তজার দল।
দক্ষিন কোরিয়ার এনচনে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের জন্য ২২৫ রানেট টার্গেটে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের বুঝে ওঠার আগেই অলআউট কুয়েত। শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশী বোলারদের বিপক্ষে কুয়েতের ব্যাটসম্যানদের অবস্থা ছিলো “ছাইড়া দে মা কাইন্দা বাঁচি”।
প্রতিপক্ষের দশটি উইকেটই তুলে নিয়েছে বাংলাদেশের স্পিনাররা। প্রথম চার ওভারে মাশরাফি ও রুবেল হোসেন ১ রান দিলেও উইকেট শূণ্য ছিলেন। এরপর উইকেটের প্রত্যাশায় সাকিব আল-হাসানকে আক্রমণে আনেন নতুন অধিনায়ক মাশরাফি। প্রথম ওভারেই সাফল্য এনে দেন সাকিব।
এরপর ম্যাচের গল্পটি বাংলাদেশী স্পিনারদের। ম্যাচে টাইগারদের সেরা বোলার আরাফত সানি। ২ ওভার বল করে ৮ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। হ্যাটট্রিক করতে না পারলেও এক ওভারে ঠিকই তিনটি উইকেট তুলে নিয়েছেন সানি। মাহমুদুল্লাহ রিয়াদ দুই ওভার বল করে ১ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া সাকিব আল-হাসান ২ ওভার বল করে চার রান দিয়ে ১টি, শুভাগত হোম ২ ওভার বল করে ১ রান দিয়ে ১টি এবং সাব্বির রহমান ১ ওভার বল করে ৪ রান দিয়ে ১টি উইকেট দখল করেছেন।