বাংলার খবর২৪.কম ডেস্ক: ভারতের বিহার রাজ্যের সংস্কৃতি মন্ত্রী বিনয় বিহারীকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাজ্যের সাসারাম জেলায় এ ঘটনা ঘটে।
অল্পের জন্য জ্যান্ত পুড়ে মরার হাত থেকে বেঁচে যান তিনি। তবে নিজে প্রাণে বাঁচলেও রক্ষা করতে পারেননি তকে বহনকারী গাড়িটি। পেট্রোল ঢেলে গাড়িটিকে পুড়িয়ে দেয়া হয়।
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন সাসারাম জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিভাবে এমন ঘটনানো হলো তা নিয়েই এখন সন্দেহ-সংশয় দেখা দিয়েছে পুরো রাজ্যসহ ভারতের রাজনৈতিক মহলে।
জানা যায়, নবরাত্রি উপলক্ষ্যে পাটনা থেকে দেড়শ কিলোমিটার দূরে সাসারামের তারাচান্দি মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় প্রশাসন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনয় বিহারি।
অনুষ্ঠানের ব্যবস্থাপনায় কিছু ত্রুটির কারণে ধর্মীয় সঙ্গীত পরিবেশনে সমস্যা দেখা দেয়। ফলে এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠে দর্শনার্থীরা। এ সময় মঞ্চ লক্ষ্য করে চেয়ার ছুঁড়তে শুরু করে তারা। একটি চেয়ার এসে পুলিশ সুপারের গায়ে পড়ে।
ক্ষীপ্ত হয়ে অতি উৎসাহী কয়েকজন পুলিশ দর্শনার্থীদের লাঠিপেটা শুরু করে। কিন্তু তাতেও উত্তেজনা তো কমেইনি বরং আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। মঞ্চ ও পুলিশকে লক্ষ্য করে একের পর এক ইট ও পাথর ছুঁড়তে থাকে তারা। অবস্থা ভয়াবহ দেখে মন্ত্রিকে রেখেই পালিয়ে যান ডিসি এসপিসহ অন্যান্য অতিথিরা।