ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা সংকটে দেশের দিনমজুর, খেটে খাওয়া মানুষের যাতে কষ্ট না হয়, এজন্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ত্রাণ বিতরণ করা হচ্ছে।
বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে করোনাভাইরাস থেকে রক্ষার জন্য প্রথম থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। ইতিহাসের সবচাইতে বেশি ত্রাণ কার্যক্রম ঘোষণা দিয়ে বিতরণ অব্যাহত রেখেছেন। সরকারের ত্রাণ কার্যক্রমে দেশের এক তৃতীয়াংশের বেশি মানুষ এর আওতায় এসেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন অঞ্চলের এক কোটি মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আলেম-ওলামার কথা চিন্তা করে কওমি মাদরাসায় সরকারি অনুদান দিয়েছেন। করোনার সময় লকডাউনের পরিস্থিতিতে আলেম-ওলামাদের যেনো সমস্যা না হয় এজন্য এ অনুদান দিয়েছেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের কোটি কোটি মানুষের কথা চিন্তা করে লকটাউন শিথিল করে ছোট দোকানপাট সীমিত আকারে খোলার সুযোগ করে দিয়েছেন। একইসঙ্গে মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রাখে সরকারি নির্দেশনা মানে এজন্য বারবার বলা হচ্ছে। সব মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে পারে এজন্য লকডাউন শিথিল করা হয়েছে। এই কাজগুলো বিএনপির সহ্য হচ্ছে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ছোট দোকানদাররা দোকান খুলে আয় করে কিছুটা হলেও বাচ্চাদের মুখে খাবার ও সংসার চালাতে পারছেন। এ কারণেই বিএনপি সরকারের সমালোচনা করছে।
ভারতের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যেখানে ভারতে প্রতিদিন প্রায় একশ’ জনের মতো মানুষ মারা যাচ্ছে। তারপরও ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করা হয়েছে। ইউরোপে বিভিন্ন দেশে এখনো যেখানে শত শত মানুষ মারা যাচ্ছে, সেখানেও জীবিকার কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে। আমাদের দেশেও কিছুটা শিথিল করা হয়েছে। তারপরও তারা সরকারে সমালোচনায় ব্যস্ত। সমালোচনা না করে আসুন আমরা জনগণের সুরক্ষার জন্য এক হয়ে কাজ করি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান