
ফারুক সুজনঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের মা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৯ মে) বিকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান তিনি। লালবাগের চাঁদতারা জামে মসজিদে এশার নামাজের পর মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফর করা হবে। স্থানীয় এ জনপ্রতিনিধির মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এক শোক বার্তায় তারা কাউন্সিলর মানিকের মায়ের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সবাই তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
হাসিবুর রহমান মানিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নং ওয়ার্ডে দ্বিতীয়বারে বিজয় হয়ে কাজ শুরু করেছেন।